চান্দিনাভিটি বন্দোবস্ত হস্তান্তর
সেবা প্রদান পদ্ধতি (সময় সাপেক্ষ)

আবেদনপ্রাপ্তির পর সরজমিন তদন্ত এবং রেকর্ডপত্র যাচাই করে প্রতিবেদন দাখিলের জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরাবর প্রেরণ এবং শুনানির জন্য তারিখ ধার্য করে পক্ষগণকে নোটিশ প্রদান করা হয়। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কর্তৃক দাখিলকৃত প্রতিবেদন যাচাই, শুনানি গ্রহণ এবং রেকর্ডপত্র যাচাই অন্তে তা অনুমোদনের জন্য উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর প্রেরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক কর্তৃক পরীক্ষান্তে সুপারিশসহ নথি উপস্থাপন এবং জেলা প্রশাসক কর্তৃক তা অনুমোদিত হয় এবং অনুমোদিত নথি উপজেলা ভূমি অফিসে প্রেরণ। অতঃপর লিজমানি পরিশোধের জন্য লিজগ্রহীতাকে পত্র প্রদান করা হয়। লিজমানি পরিশোধের পর লিজগ্রহীতাকে নাম পরিবর্তনসংক্রান্ত কাগজপত্র প্রদান করা হয় ও নথিতে সংরক্ষণ করা হয়।