আর এস খতিয়ান
সেবা প্রদান পদ্ধতি (সময় সাপেক্ষ)

কোনো আবেদনকারীর অনুকূলে খাসজমি (কৃষি/অকৃষি) বন্দোবস্ত প্রদান করা হলে বা বন্দোবস্ত অনুমোদন করা হলে কবুলিয়ত সম্পাদন করা হয়। অতঃপর উপকারভোগীর অনুকূলে নামজারি সম্পাদন নিমিত্ত সাব-রেজিস্ট্রি অফিসের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পাদন করা হয়। রেজিস্ট্রেশন সম্পন্নের পর নামজারি ও জমাখারিজ সম্পন্ন করা হয়। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রেকর্ড সংশোধন এবং হোল্ডিং চালু করে তামিল প্রতিবেদন উপজেলা ভূমি অফিসে প্রেরণ করেন। পাশাপাশি অতি দ্রুততম সময়ের মধ্যে বন্দোবস্তকৃত জমিতে সরজমিন উপস্থিত হয়ে (প্রয়োজনে পরিমাপ করে) জমির দখল হস্তান্তর করেন।