ইজারা হস্তান্তর
সেবা প্রদান পদ্ধতি (সময় সাপেক্ষ)
সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করতে হয়। আবেদনপ্রাপ্তির পর যাচাই করার জন্য ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ করা হয়। ইউনিয়ন সহকারী ভূমি অফিসারের নিকট থেকে প্রতিবেদনপ্রাপ্তির পর শুনানির জন্য পত্র দেওয়া হয়। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার নিকট থেকে প্রাপ্ত প্রতিবেদন, রেকর্ডপত্রাদি এবং শুনানিতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জমি হস্তান্তরের অনুমতি প্রদান করা হয় অথবা বাতিল করা হয়। এসএ অ্যান্ড টি অ্যাক্ট, ১৯৫০ এর ৯৭ ধারার বিধান মতে একজন আদিবাসী কেবল অন্য একজন আদিবাসীর নিকট তাঁর জমি হস্তান্তর বা সম্পূর্ণ খাইখালাসী বন্ধক দিতে পারবে। তবে হস্তান্তরগ্রহীতা হিসেবে আদিবাসী পাওয়া না গেলে স্থানীয় রাজস্ব অফিসারের লিখিত অনুমতি নিয়ে আদিবাসী ব্যতীত অন্য কোনো ব্যক্তির নিকট জমি হস্তান্তর করতে পারবে।