জমির অখণ্ডতা সনদ
সেবা প্রদান পদ্ধতি (সময় সাপেক্ষ)

আবেদনপ্রাপ্তির পর সরজমিন তদন্ত ও রেকর্ডপত্র/দলিলাদি যাচাই অন্তে প্রতিবেদন দাখিলের জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরাবর পত্র প্রেরণ এবং শুনানির তারিখ ধার্য করে আবেদনকারীসহ সংশ্লিষ্টদের নোটিশ প্রদান করা হয়। ধার্য তারিখে পক্ষগণের বক্তব্য গ্রহণ এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার প্রতিবেদন এবং দাখিলকৃত দলিলাদি/কাগজপত্র পর্যালোচনা করে আদেশ প্রদান করা হয়। আবেদন গৃহীত হলে প্রস্তুতকৃত প্রস্তাবিত অখণ্ডতার সনদ স্বাক্ষর করে এক কপি আবেদনকারীকে সরবরাহ করা হয়। দ্বিতীয় কপি সংশ্লিষ্ট নথিতে সংরক্ষণ করা হয়।

সেবা প্রাপ্তি সময়
সাধারণত ১৫-২০ দিন
প্রয়োজনীয় ফি
১০ টাকার কোর্ট ফি ব্যতিত অন্য কোন খরচ নাই
সেবা প্রাপ্তির স্থান
উপজেলা ভূমি অফিস
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
সহকারী কমিশনার (ভূমি)
প্রয়োজনীয় কাগজপত্র
১। ১০ টাকার কোর্ট ফি সহ আবেদন ২। দাবির/মালিকানার স্বপক্ষীয় কাগজপত্র
সেবা প্রাপ্তির শর্তাবলি
দাবির স্বপক্ষে কাগজ সহ আবেদন দাখিল
সংশ্লিষ্ট আইন ও বিধি
• এসএ এ্যান্ড টিএ্যাক্ট ১৯৫০ • ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল ১৯৯০
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
জেলা প্রশাসক